New Update
/anm-bengali/media/media_files/6XZbRP0mC4GadpafJV2b.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার হাইকোর্ট ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয়। এই প্রসঙ্গে সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, "তখন ছিল সরকারি পরিকল্পনায় এসএসসিতে প্রতি বছর শিক্ষক নিয়োগ ছিল। আর এখন তৃণমূলী লুঠের রাজত্বে নিয়োগ বন্ধ। সরকারি অপদার্থতায় নিয়োগ খারিজ। তৃণমূল -বিজেপির দুর্নীতি আর লোভের লালসায় রাজ্যের মানুষ বিপর্যস্ত। পরিত্রাণ চায় বাংলার মানুষ।"
তখন ছিল
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) April 22, 2024
সরকারি পরিকল্পনায় এস এস সি তে
প্রতি বছর শিক্ষক নিয়োগ।।
আর এখন
তৃনমূলী লুঠের রাজত্বে নিয়োগ বন্ধ।
সরকারি অপদার্থতায়
নিয়োগ খারিজ।।
তৃণমূল -বিজেপির
দূর্নীতি আর লোভের লালসায়
রাজ্যের মানুষ বিপর্যস্ত।।
পরিত্রাণ চায় বাংলার মানুষ।। pic.twitter.com/3S3Nqu3uPr