New Update
/anm-bengali/media/media_files/IqIEU394Pb4XIRewXr7Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির বর্ধিত বৈঠকে যোগ দেন শুভেন্দু অধিকারী। হেঁড়িয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষোদগার করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, 'একটা লোক ১২ বার বুড়ো আঙুল দেখিয়েছে।এরপর এর সঙ্গে আর জামাই আদর না করাই ভালো। সবাই জানে যে কয়লা স্ক্যামের ডাইরিতে 'এমজি' বলে একটা নাম ছিল। এই এমজি-টা কে সবাই জানে। তৃণমূল কাউন্সিল যত বেআইনি প্রোপার্টি করেছেন নিউটাউন থেকে আসানসোল পর্যন্ত, তার তথ্য তো হাতে হাতে ঘুরছে। তার জন্য তদন্তের দরকার নেই। আমরা ওনাকে খুব তাড়াতাড়ি কেষ্ট মণ্ডলের পাশে দেখতে চাই।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us