New Update
/anm-bengali/media/media_files/fBlOeklAu2TFx5M77xrA.jpg)
নিজস্ব সংবাদদাতা: 'এত জোরে চোর চোর আওয়াজ তুলুন, নবান্ন থেকে চোরদের রানি যেন নামতে না পারেন।' রামপুরহাটের পথসভা থেকে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বুধবার ধর্মতলায় অমিত শাহের সভা রয়েছে। সেই সভার প্রচার করতে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রামপুরহাট পুরসভা ময়দান থেকে মিছিল করেন। সেই মিছিল শেষ হয় পাঁচ মাথা মোড়ে। সেখানে তিনি একটি জনসভা করেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য রাখেন তিনি। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us