New Update
/anm-bengali/media/media_files/kfYFcsK1y1vgX7ZuvVN8.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার টুইট করে বিরোধীনতা বাংলার বেশ কিছু জায়গার বেহাল রাস্তার ছবি তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, 'পথশ্রী-রাস্তাশ্রী !!! তোলামূলী কাটমানির ব্যাধির দরুণ প্রকল্পের নুতন নামকরণ শীঘ্রই হয়ে যাবে "হতশ্রী।"' শুভেন্দু অধিকারী পাশাপাশি বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন। সেখানে মূলত বাঁকুড়ার একাধিক জায়গার বেহাল রাস্তার ভিডিও রয়েছে।
পথশ্রী-রাস্তাশ্রী !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 13, 2023
তোলামূলী কাটমানির ব্যাধির দরুণ প্রকল্পের নূতন নামকরণ শীঘ্রই হয়ে যাবে "হতশ্রী":- pic.twitter.com/38rhmzSRkG
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us