/anm-bengali/media/media_files/3dLNFPzPf1kD1GTyYHjl.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার টুইট করে তিনি বলেন, "কলকাতা পুলিশের নাকের ডগায় তৃণমূল নেতা অবৈধ কাজকর্ম চালাচ্ছেন।" তিনি বলেন, "টিএমসি বুথ সভাপতি রাফিকুল হাসান জুম্মা মসজিদের পিছনে দক্ষিণ বেহালা খান মোঃ রোডে একটি অবৈধ গ্যাস রিফিলিং কেন্দ্র চালান। কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ৬১ নম্বর ওয়ার্ডে এটি অবস্থিত। এই ধরনের ভেজাল জ্বালানীর ফলে বিষাক্ত ধোঁয়া ও দূষক নির্গত হয় যা শ্বাসযন্ত্রের রোগের প্রধান কারণ। মমতার নেতারা যখন এধরনের অবৈধ কাজকর্ম করেন, তখন কলকাতা পুলিশ অন্ধ হয়ে যায়।"
This is happening in the heart of Kolkata, under the nose of @KolkataPolice !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 10, 2024
Rafiqul Hasan; TMC Booth President, is operating an illegal Gas Refilling Center at Dakhin Behala Khan Md. Road, behind Jumma Masjid; Ward No 61; Kolkata Municipal Corporation.
Such adulterated… pic.twitter.com/FU3yyaQFSs
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us