/anm-bengali/media/media_files/k59wHEa3ruVpelFcYAlq.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে আবারও ধরা পড়ল বড়সড় অস্ত্র পাচারের চক্রান্ত। এবার ঘটনাস্থল হাওড়া স্টেশন। স্টেশনের একেবারে কাছেই আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক কার্তুজ-সহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর গুলি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/18/AgB4cZV6YbpQcHtz3O5y.jpg)
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি এই বিপজ্জনক অস্ত্রভান্ডার ভিন্নরাজ্যে পাচার করার ছক করেছিল। কিন্তু পুলিশের সতর্ক নজরে সেই পরিকল্পনা সফল হতে পারেনি। STF-এর হানা পড়তেই হাতেনাতে ধরা পড়ে ওই অস্ত্র পাচারকারী।
সূত্রের খবর, ধৃত ব্যক্তির সঙ্গে আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য অস্ত্রচক্রের কোনও সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে STF-এর বিশেষ একটি দল।
বিশেষজ্ঞদের মতে, এভাবে জনবহুল এলাকায় দাঁড়িয়ে অস্ত্র লেনদেনের চেষ্টা অত্যন্ত বিপজ্জনক ও চিন্তার বিষয়। নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনার পর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us