New Update
/anm-bengali/media/media_files/qak7SLBXqP6pQ4HufkYd.jpg)
নিজস্ব সংবাদদাতা: SSC ভবন অভিযান চালান হাজার হাজার চাকরিহারা। সুপ্রিম কোর্টে কমিশন বলেছেন, যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে পারবে। চাকরিহারাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে তা করতে হবে। এদিন চাকরিহারারা এসএসসি ভবনের সামনে নিজেদের OMR শিটের প্রতিলিপি নিয়ে হাজার হন। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেছি যে যোগ্য প্রার্থী যাঁরা, তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে ধরব।"
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us