এবারের এসএসসিতেও রইলো বিতর্ক, দুর্গাপুরে ধরা পড়লো সেই ছবি

কারা এদের পরীক্ষা কেন্দ্রের চেকিংয়ের দায়িত্ব দিল?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-14 at 16.13.28

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এসএসসি পরীক্ষা ঘিরে নতুন বিতর্ক। পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল গলায় আইডি কার্ড ঝোলানো একদল যুবককে। সবার গায়ে একই কালো সাফারি। কালো সাফারি পড়ে কারা এদের পরীক্ষা কেন্দ্রের চেকিংয়ের দায়িত্ব দিল? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই।

প্রার্থীদের তল্লাশির কাজ করতে গিয়ে তারা নিজেই বলছেন, “আমরা বাউন্সার"। কিন্তু প্রশ্ন উঠছে—স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কি এভাবে কালো সাফারি পরে চেকিং করা যায়? কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তল্লাশির দায়িত্ব থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোমগার্ডের, অথবা লাইসেন্সপ্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির প্রশিক্ষিত গার্ডদের হাতে। এইসব কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। কালো সাফারি পরে পরীক্ষার্থীদের চেকিংয়ের কোনো অফিসিয়াল নিয়ম নেই। দায় এড়িয়েছে মহকুমা প্রশাসন। 

WhatsApp Image 2025-09-14 at 13.40.12

এই প্রসঙ্গে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন,"বাউন্সারের কোন গল্পই নেই। আর কালো সাফারি পড়ে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই। পরীক্ষার দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে"। 

বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এদিন বলেন,"কালো পোশাক পড়ে পরীক্ষা কেন্দ্রের ভেতর কিভাবে প্রবেশ করলো ওরা? কার নির্দেশে প্রবেশ করলো? আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জানতে চাইছি। এদের দেখে পরীক্ষার্থীরা আতঙ্কিত"।

পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,"কেন কালো সাফারি পড়ে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছি। আর বিজেপি বিধায়ক কি আগে থেকে জানতেন ওখানে কারা চেকিং করছে? কোনও কাজ নেই সেজন্য সবকিছুতেই রাজনীতি খুঁজছে"।