New Update
নিজস্ব সংবাদদাতা: বর্ষার আগে শিলাবতী নদীতে স্পিডবোট নামিয়ে মহড়ার আয়োজন করা হল। সেখানেই নদীর পাড়ের বাসিন্দাদের বন্যার আগাম সতর্কতা দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নেতৃত্ব এই মহড়ার আয়োজন করা হয়। প্রতি বছর বর্ষায় বন্যা কবলিত হয়ে পড়ে ঘাটাল মহাকুমার বিস্তীর্ণ এলাকা। রাস্তার পাশাপাশি জলে ডুবে যায় এলাকার বহু ঘরবাড়ি। সেই সময় নৌকা ও ডিঙ্গির মাধ্যমে চলে যাতায়াত। তাই বর্ষার আগেই ঘাটালের শিলাবতী নদীতে স্পিডবোট নামিয়ে মহড়া শুরু করেছে ঘাটাল মহকুমা প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us