দক্ষিণ মুকুন্দপুরে জমি বিবাদে চরম সহিংসতা, দুই পরিবারের হাতাহাতিতে জখম ১০

দক্ষিণ মুকুন্দপুরে জমি বিবাদে চরম সহিংসতা, দুই পরিবারের হাতাহাতিতে ১০ জন আহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
woman wound

নিজস্ব সংবাদদাতা: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি। জখম ১০ জন। হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মুকুন্দপুর গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামদত্ত সিংহ,কপিল সিং ও শ্যামসুন্দর সিংহের পরিবারের সঙ্গে কাকাতো ভাই ফন্টুস ভগৎ ও নিরঞ্জন ভগতের পরিবারের
সঙ্গে বিবাদ। দাদুর ১৯ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বহু বছর ধরে ঝামেলা চলছে। অভিযোগ,রাম দত্তরা সেই জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। এই নিয়ে চাঁচল মহকুমা আদালতে মামলা চলছে। এদিন নিরঞ্জনরা জমি মাপজোক করতে গেলে রাম‌ দত্তরা বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষ বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে মারধরের অভিযোগ তুলেছেন। ঘটনায় উভয় পক্ষের ১০ জন গুরুতর জখম হয়েছে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

injuried