১০ বেডের হাসপাতালের দাবিতে অবস্থান বিক্ষোভ

কারা দেখাল এই বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-19 at 6.35.59 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় অবস্থান বিক্ষোভ করে ঝাঁকরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি। ঝাঁকরা এলাকায় কমপক্ষে ১০ বেডের হাসপাতাল চাই। ঝাঁকরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির দাবি বিভিন্ন জায়গায় আবেদন করেও সমস্যার সমাধান হয়নি। ঝাঁকরা এলাকায় ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষের মূল কেন্দ্র ঝাঁকরা। তাদের চিকিৎসার জন্য ১২ কিলোমিটার দূরে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে যেতে হয়।

এলাকাবাসীর দাবি বহু সাপে কাটা রোগী থেকে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। ঝাঁকরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির দাবি বিএমওএইচ থেকে বিধায়ক, সাংসদ, ডিএম এর কাছেও তাদের সমস্যার কথা তারা তুলে ধরলেও সমাধান হয়নি। তাই আবারও অবস্থান বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে সামিল হল এই কমিটির সদস্য থেকে এলাকাবাসী সবাই।

Screenshot 2025-08-19 181908