New Update
/anm-bengali/media/media_files/OnYs4ZD0xdES2gjWeDhx.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : ফের এক বছরের অপেক্ষা শুরু। আজ বিজয়া দশমী। মাকে আজ বিদায় দেওয়ার পালা। দুর্গাপুরের এডিশন মধ্যপল্লী দুর্গাপূজা কমিটির মহিলারা উমার বিদায়বেলায় সিঁদুর খেলায় মেতে উঠেছেন । দশমী পুজো সেরে মহিলারা প্রথমে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মাতেন, এবারের মতো বিদায় জানান অশুভ শক্তি বিনাশিনী দেবী মা দুর্গাকে। বিদায় দেওয়ার পালা চলছে প্রায় প্রত্যেক পুজো মণ্ডপে।
/anm-bengali/media/post_attachments/T4TMOnUYVE6jHqbkuVvH.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us