অর্জুন সিংয়ের বাড়ির সামনে রক্তগরম রাত: গুলি, বোমা, ভাঙচুরে কাঁপল জগদ্দল

অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলল গুলি।

author-image
Tamalika Chakraborty
New Update
arjun singh sdn.jpg


নিজস্ব সংবাদদাতা: ফের অশান্ত জগদ্দল। প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে মধ্যরাতে ঘটে গেল গুলি ও বোমাবাজির ঘটনা। ভাঙচুর চালানো হল তাঁর ভাইপো সঞ্জয় সিংয়ের গাড়িতেও। হঠাৎ করেই এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশ ও র‌্যাফ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ। একের পর এক বোমা পড়তে শুরু করে জগদ্দলের মেঘনা মোড়ে। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেই মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে অর্জুন সিংয়ের বাড়ি। শুধু বোমা নয়, বোমাবাজির পর গুলিও চালানো হয় বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ।

অর্জুন সিং জানিয়েছেন, তিনি বাড়িতে বসে টিভি দেখছিলেন। হঠাৎ বাইরে তীব্র চিৎকার শুনতে পান। এলাকায় পুজো মণ্ডপে দুই দলের মধ্যে প্রথমে গালিগালাজ ও বচসা শুরু হয়। তখন সেখানে উপস্থিত পুলিশ একপক্ষকে সরিয়ে দেয়। এর পরই শুরু হয় বোমাবাজি। বিজেপি নেতার দাবি, পাশের একটি নির্মীয়মান মন্দিরের দেওয়ালের ওপার থেকে দুষ্কৃতীরা বোমা ছোড়ে ও গুলি চালায়।

arjun singhh1.jpg

তাঁর অভিযোগ, পুলিশ ভয়ে পালিয়ে যায়। তিনি নিজে বাইরে বেরোতেই দুষ্কৃতীরা সেখান থেকে সরে পড়ে। অর্জুন সিংয়ের কথায়, ‘‘যে ভাবে বোমা আর গুলি চালানো হয়েছে, যদি পাল্টা গুলি চলত তবে প্রাণহানি ঘটতে পারত। গোটা ঘটনাই পরিকল্পিত ছিল।’’

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁর ভাইপো সঞ্জয় সিং। দুষ্কৃতীরা তাঁর খোলা আকাশের নিচে রাখা গাড়িতে ভাঙচুর চালায়। ইট-পাটকেল ছুড়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়।

জগদ্দলের এই মধ্যরাতের গুলি-বোমার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা রাতভর ভয়ে ঘরে ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।