অলৌকিক কাণ্ড! স্নান করতে গিয়ে অজয় নদ থেকে শিবলিঙ্গ তুললেন যুবকরা

স্নান করতে গিয়ে অজয় নদ থেকে শিবলিঙ্গ তুললেন যুবকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
COver (8)

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার চিচুড়িয়া পঞ্চায়েতের বাগডিহা গ্রামে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। অজয় নদের চরে হঠাৎই আবির্ভাব হলো শিবলিঙ্গের! বর্তমানে সেই শিবলিঙ্গ গ্রামে এনে রাখা হয়েছে আর প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন দর্শনের জন্য।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। বাগডিহা হাই স্কুল পাড়ার বাসিন্দা উদয় বাউড়ী ও তাঁর কয়েকজন বন্ধু প্রতিদিনের মতো অজয়ে স্নান করতে যান। সেদিনও তারা নদীতে নেমে হঠাৎই চরজমিতে একটি বড় শিলাখণ্ড দেখতে পান। প্রথমে ভেবেছিলেন সাধারণ পাথর, কিন্তু যখন মিলে-মিশে সেটি টেনে তোলেন তখন সকলে স্তম্ভিত হয়ে দেখেন—ওটা কোনো সাধারণ শিলা নয়, বরং একেবারে আসল শিবলিঙ্গ!

গ্রামে নিয়ে আসার পরই চারিদিক থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন। পুরোহিত এনে পূজোপাঠও শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা যাদব পাল জানালেন, ‘‘আমাদের গ্রামে এর আগে এরকম অলৌকিক ঘটনা কখনো ঘটেনি। এই প্রথমবার বাবা শিবের আবির্ভাবে গোটা গ্রাম আনন্দে ভরে গেছে।’’

shivlinga

অন্যদিকে উদয় বাউড়ী বলেন, ‘‘আমরা যখন জানলাম এটা পাথর নয়, বাবা শিবের মূর্তি—আমরা অভিভূত হয়ে যাই। এখন গ্রামে এনে রেখেছি। খুব শিগগিরই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হবে মন্দিরে।’’

এখন বাগডিহা হাই স্কুলপাড়া যেন মেলার চেহারা নিয়েছে। প্রতিদিন হাজার মানুষ ছুটে আসছেন অলৌকিক সেই শিবলিঙ্গ দেখার জন্য। দুর্গাপুজোর আগেই মহাদেবের এমন আবির্ভাবকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করছেন ভক্তরা।