New Update
/anm-bengali/media/media_files/NRwY3keTSRYTEi7PWAGF.jpg)
নিজস্ব সংবাদদাতা: ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে যেতে গেলে মঙ্গলবার পুলিশি বাধার মুখে পড়তে হয় এসএফআইয়ের একটি প্রতিনিধি দলকে। জয়নগরে ঢোকার আগে পাঁচপোতায় তাঁদের আটকে দেওয়া হয়। এর আগে বাম, কংগ্রেস, নাওসাদ সিদ্দিকির দলকেও পুলিশি বাধার মুখে পড়তে হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us