খোলা তারের মৃত্যুফাঁদে অস্থায়ী কর্মী! নর্দমা সাফ করতে গিয়ে মৃত্যু সাফাই কর্মীর

উত্তর ২৪ পরগনায় নর্দমা সাফ করতে গিয়ে এক সাফাইকর্মীর মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার শাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় আবারও খোলা তারের মৃত্যুফাঁদে প্রাণ গেল এক অস্থায়ী কর্মীর। সোমবার দুপুরে শাসনের তেহাটা এলাকায় নর্দমা পরিষ্কার করার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

মৃত ব্যক্তির নাম মিরাজ শেখ (৫০)। সহকর্মীরা দ্রুত তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে সেখানে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ক্ষোভে ফুঁসছেন। তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি ও খোলা তার ঝুলে রয়েছে। বারবার অভিযোগ করেও সমাধান হয়নি। শেষমেশ প্রাণ দিতে হল সাধারণ এক কর্মীকে।