স্কুলের জমি দখলের প্রতিবাদে রাস্তায় প্রধান শিক্ষক-পড়ুয়ারা

আড়াই একর জমির উপর গড়ে ওঠে স্কুল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-22 at 18.34.20

File Picture

হরি ঘোষ, দুর্গাপুর: স্কুলের জমি জবরদখলের অভিযোগ তুলে কোকওভেন থানা ঘেরাও পড়ুয়াদের সাথে নিয়ে শিক্ষকদের। তৃণমূল নেতাদের মাঝে পড়েছেন তাই নিজেদের স্কুলের জমি পুনরুদ্ধার করতে পারছেন না প্রধান শিক্ষক, এমনটাই বলে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই-এর।

স্কুল কর্তৃপক্ষের দাবি, এক সময় দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় গড়ার জন্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ চার একর জমি দেয়। আড়াই একর জমির উপর গড়ে ওঠে স্কুল। দেড় একর জমি পড়ে থাকে। সেই জমি দখল হয়ে যায়। বর্তমানে স্কুলের বেশ কিছু শ্রেণীকক্ষ গড়ার জন্য জমির প্রয়োজন। কিন্তু দেড় একর জমি দখলদারদের জমি খালি করার কথা জানানো হলেও তারা কোন কথার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। 

প্রধান শিক্ষক কলিমুল হকের অভিযোগ, “আমরা ইতিমধ্যেই প্রশাসনিক দপ্তরগুলিতে অভিযোগ জানিয়েছি। কাজের কাজ কিছু হয়নি। সেই জন্যই আমরা কোকওভেন থানায় অভিযোগ জানালাম। এরপরেও যদি কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবো”।

সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “দুই তৃণমূল নেতার লড়াই চলছে আর যার মাঝে পড়েছে প্রধান শিক্ষক”। 

যদিও এদিন তীব্র দাবদহের মধ্যে দুর্গাপুরের কোকওভেন থানায় বিক্ষোভ দেখাতে আসা পড়ুয়াদের ঠান্ডা পানীয় এবং চকলেট দিয়ে মানবিক মুখ দেখায় কোকওভেন থানার পুলিশ।