ভাষার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না! বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে এবার সুপ্রিম কোর্ট
“ভারত হল জাপানের ব্যবসার জন্য গ্লোবাল সাউথে স্প্রিংবোর্ড”—টোকিও থেকে বার্তা মোদীর
রাহুল-প্রিয়াঙ্কার পোস্টারের সামনে মোদীকে গালিগালাজ, গ্রেফতার একজন
বিধানসভা ভোটের আগে ভোট ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন বুথের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে
“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান
নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি! পশ্চিমবঙ্গ জুড়ে চরম সতর্কতা
জোর করে খাওয়ানো হল অ্য়াসিড! ১৭ দিন পর পণের জন্য মর্মান্তিক পরিণতি তরুণীর
ভোরের বৃষ্টিতে অচল দিল্লি! ১৪৬ ফ্লাইট দেরি, রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে
উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা

কুঠিঘাটে রাতের অন্ধকারে গঙ্গা লুট! শ্রমিকদের মুখে ফাঁস বেআইনি বালি কারবারের চাঞ্চল্যকর তথ্য!

বরানগরে প্রশাসনের সামনেই ভুয়ো নথি দেখিয়ে চলছে বালি তোলার কাজ।

author-image
Tamalika Chakraborty
New Update
1718338291_বালি-তোলার

নিজস্ব সংবাদদাতা: বরানগরে ফের উঠে এল ভুয়ো নথির জেরে বেআইনি বালি তোলার অভিযোগ। জানা গিয়েছে, বরানগরের ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অফিসের ঠিক সামনেই দিনের পর দিন অবাধে চলছে এই অবৈধ কারবার। অভিযোগ, পোর্ট ট্রাস্টের ভুয়ো অনুমতিপত্র দেখিয়ে কুঠিঘাট এলাকায় গঙ্গা নদী থেকে রীতিমতো বালতি বালতি করে বালি তোলা হচ্ছে।

স্থানীয় শ্রমিকদের দাবি, প্রতিদিন রাতে খড়দা থেকে এই বালি এনে কুঠিঘাট এলাকায় নামানো হয়। এরপর তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। যদিও এই কাজে বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই অভিযুক্তদের পাল্টা দাবি— পোর্ট ট্রাস্টের অনুমতি নিয়েই তারা কাজ করছে।

বালি তোলার কাজ

তবে এই বিষয়ে প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, গঙ্গা থেকে বালি তোলার কোনও বৈধ অনুমতির তথ্য তাদের কাছে নেই। এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহণ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, পোর্ট ট্রাস্ট এমন অনুমতি সাধারণত দেয় না।

অন্যদিকে, অবৈধ কাজ চললে প্রশাসন যথোপযুক্ত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে দিনের পর দিন তৃণমূল অফিসের সামনে দাঁড়িয়ে এই অবৈধ কাজ চলতে থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে— প্রশাসন কি ইচ্ছাকৃতভাবেই চোখ বন্ধ করে আছে?