ধনু-মকরের আজকের দিন কেমন? ব্যবসা, শিক্ষা আর স্বাস্থ্য নিয়ে বিশেষ পূর্বাভাস জানুন

আজ ধনু রাশির জাতকদের জন্য ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে, নতুন আয়ের পথ খুলবে। মকর রাশির পড়াশোনায় শুভ সময়, তবে শরীরের দিকে সতর্ক থাকতে হবে। জানুন আজকের রাশিফলের সব তথ্য।

author-image
Debapriya Sarkar
New Update
d

নিজস্ব সংবাদদাতা : আজকের দিন ধনু এবং মকর রাশির জাতকদের জীবনে কিছু নতুন দরজা খুলে দিতে পারে। ব্যবসা, পড়াশোনা, আয় ও স্বাস্থ্য—সব কিছুর মধ্যেই রয়েছে আশা ও সতর্কতার বার্তা। আসুন দেখে নেওয়া যাক ধনু ও মকর রাশির ভাগ্যফল আজ কি বলছে-

ধনু রাশি: জেদ, বিবাদ ক্ষতির কারণ হবে, অবশ্যই জানুন রাশিফল

ধনু রাশি : আজ ধনু রাশির জাতকদের জন্য আশার আলো। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, সঙ্গে আসতে পারে নতুন আয়ের পথও। তবে বিশেষজ্ঞদের পরামর্শ—যাঁরা অংশীদারিত্বে ব্যবসা করেন, তাঁরা আজ একটু সতর্ক থাকুন। না জেনে বুঝে সিদ্ধান্ত নিলে বিপদ ডেকে আনতে পারেন।

মকর রাশি: কেমন যাবে আজকের দিন?

মকর রাশি : মকর রাশির জাতকদের জন্য মিশ্র দিন। পড়াশোনার ক্ষেত্রে খোলে যেতে পারে নতুন কোনও দরজা। যাঁরা পরীক্ষা বা নতুন কোর্সের প্রস্তুতিতে আছেন, তাঁদের জন্য দিনটি শুভ। তবে শরীর নিয়ে আজ সতর্ক থাকাই ভালো। বাত-জাতীয় রোগের কষ্ট বাড়তে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।