রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশাল র‍্যালি ডেবরায়

ডেবরা বাজারে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের র‍্যালি।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-21 at 6.46.33 PM

rss

নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের, ডেবরা বাজারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের র‍্যালি আয়োজিত হল। এদিন ডেবরা ব্লকের হরিমতি রাইস মিলের মাঠ থেকে ডেবরা পাটনা বাজার পর্যন্ত এই র‍্যালিটিতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব রতন দত্ত, ডেবরার বিজেপি নেতা তপন ধাড়া,গোপাল রাও-সহ অন্যান্যরা।

rss.jpg

এই র‍্যালিতে লাঠি খেলা প্রদর্শিত করেন রতন দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মেদিনীপুর জেলার সহবিভাগ কার্যবাহ সমীরণ গোস্বামী-সহ অনান্যরা। 

c