যার নামে দুর্গাপুর, সেই দুর্গাচরণের এলাকার অবস্থাই খারাপ!

বাসিন্দাদের নাজেহাল অবস্থা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-29 at 7.40.12 PM

হরি ঘোষ, দুর্গাপুর: শহর যার নামে, সেই দুর্গাচরণের এলাকাতেই উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। এলাকার রাস্তার বেহাল দশা। নিকাশিও বেহাল। এলাকাবাসী জানান, বারবার অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। 

দুর্গাপুরের সগড়ভাঙা গোপীনাথপুর গ্রাম যেমন তেমন গ্রাম নয়। অনেকের মতে, দুর্গাপুর নামকরণের নেপথ্যে রয়েছে গোপীনাথ চট্টোপাধ্যায়ের ছেলে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নাম। সগড়ভাঙার গোপীনাথপুর গ্রামেরই বাসিন্দা ছিলেন দুর্গাচরণ। অথচ এই গোপীনাথপুরের চ্যাটার্জী পাড়ার বাসিন্দারা জলমগ্ন রাস্তা পারাপার করছেন। এলাকাবাসীর অভিযোগ, পূর্বপুরুষের নামে দুর্গাপুর শহর। অথচ তারাই পরিষেবা থেকে ব্রাত্য। রাস্তা ঠিক নেই। নিকাশি নালার অবস্থা খারাপ। রাস্তা প্রথম তৈরি হয়েছিল ১৯৭৮ সালে। তারপর এক-দুইবার কোনওরকমে কাজ হয়েছে। কিন্তু ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ভেঙে পড়ছে। দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "এখনও পর্যন্ত নগর নিগম এলাকায় ৮০ কোটি টাকা খরচ করা হয়েছে পুর পরিষেবার জন্য। এখনও প্রচুর কাজ বাকি আছে। আস্তে আস্তে সব কাজ হবে। ওই রাস্তা ও নিকাশিনালারও সংস্কার করা হবে"।

roaddur