শুধু বিজেপি করাই অপরাধ! পঞ্চায়েত সদস্যার জমি ভর্তি পাকা ধানে আগুন

প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন ডেবরার পঞ্চায়েত সদস্যা। জমি ভর্তি পাকা ধান গাছে মঙ্গলবার কেউ বা কারা আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। রাতেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
fire bjp.jpg

নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে বিজেপি পঞ্চায়েত  সদস্যের পাকা ধানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ঝাঁঝিয়া এলাকায়। মঙ্গলবার ওই বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা তিরিয়া সিংয়ের ধান জমিতে আগুন লাগানোর ঘটনা ঘটে। তিরিয়া সিং এলাকার এক ব্যক্তির কাছে ১০ কাটা জমি লিজ নিয়ে ধান চাষ করেন। রাতের অন্ধকারে সেই পাকা ধানে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।। আর তার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।সঙ্গে সঙ্গে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, রাতেই ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সদস্যা। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।