/anm-bengali/media/media_files/2024/11/30/oKAgghjsYAHasUB9WTG2.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ রথযাত্রা। রথের দিন ঘিরে উৎসবের আবহে সেজে উঠেছে দিঘা ও পুরী—দুই জায়গাতেই চলছে ধর্মীয় আচার ও ভক্তদের ঢল।
দিঘার জগন্নাথ মন্দিরে আজ দুপুর দুটো থেকে শুরু হবে বিশেষ আরতি। সকালেই সম্পন্ন হয়েছে মঙ্গলারতি। এরপর রীতি অনুযায়ী, প্রথমে মন্দির থেকে বেরিয়ে আসবেন সুদর্শন চক্র। তিনটি রথ পরীক্ষা করার পর তাঁকে বসানো হবে সুভদ্রার রথে।
এরপর ঢাক, কাঁসর, ঘণ্টার বাজনা ও শোভাযাত্রার মধ্য দিয়ে মন্দির থেকে বাইরে আনা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। একে একে তাঁদের বসানো হবে নির্দিষ্ট রথে। এই বিশেষ রীতিকে বলা হয় "পোহণ্ডি বিজয়"। এরপর ঠিক দুপুর আড়াইটেয় দিঘার মন্দির থেকে গড়াতে শুরু করবে রথের চাকা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/27/jagannath-twmple-2025-06-27-10-41-07.jpg)
এদিকে, পুরীতেও রথযাত্রা উপলক্ষে উৎসবের চূড়ান্ত সাজ। লাখো পূণ্যার্থী ভিড় জমিয়েছেন জগন্নাথ ধামে। সকালে মঙ্গলারতি শেষে শুরু হয়েছে রথে বিগ্রহ ওঠানোর প্রক্রিয়া। দুপুরে খিচুড়ি ভোগের পর মাসির বাড়ি যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
ভক্তদের মধ্যে আজ তীব্র উচ্ছ্বাস। রাজ্যজুড়ে চলছে ধর্মীয় অনুষ্ঠানের সম্প্রচার, আর হাজারো মানুষ চাক্ষুষ করতে হাজির মন্দির প্রাঙ্গণে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us