রামনগরে ফের এসআইআর আতঙ্ক! বাবার ভোটার কার্ড হাতে নিয়েই মৃত্যু, দাবি পরিবারের

পূর্ব মেদিনীপুরের রামনগরে এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যু দাবি তৃণমূলের। মৃত শেখ সিরাজউদ্দিন। পরিবারের দাবি, বাবার ভোটার কার্ডে নামের ভুল দেখে আতঙ্ক। বিজেপি বলছে—তৃণমূলের ভোট আতঙ্কের নাটক। রাজ্যে উত্তেজনা বাড়ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা:  পূর্ব মেদিনীপুরের রামনগরে ফের এসআইআর আতঙ্ক ঘিরে মৃত্যুর অভিযোগ। পরিবারের দাবি, ভোটার তালিকা যাচাইয়ের কাগজপত্র দেখতে বসেই আতঙ্কে ভেঙে পড়েন কাঁটাবনি এলাকার বাসিন্দা শেখ সিরাজউদ্দিন। হাতে আসে তাঁর প্রয়াত বাবার পুরোনো ভোটার কার্ড। সেখানে নাকি নামের ভুল দেখে ভয় পেয়ে যায় পুরো পরিবার। সেই আতঙ্কই নাকি হঠাৎ হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়। পরিবার বলছে, এসআইআর আতঙ্কেই মৃত্যু ঘটেছে সিরাজউদ্দিনের।

ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য। তৃণমূল সরাসরি অভিযোগ তুলেছে—এসআইআর চাপেই মানুষের মৃত্যু হচ্ছে। তাঁদের দাবি, “ভোটার তালিকা নিয়ে ভয় তৈরি করে সাধারণ মানুষকে মানসিকভাবে নিস্তেজ করা হচ্ছে।”

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

তবে বিজেপির সুর একেবারে উল্টো। তাঁদের অভিযোগ, “এসআইআর নয়, ভোটে হারার ভয়েই আতঙ্কে ভুগছে তৃণমূল। যেকোনও স্বাভাবিক মৃত্যুকেই রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা করছে শাসকদল।”

রামনগরের ঘটনা আরও একবার প্রমাণ করল, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া কতটা উত্তাপ ছড়িয়েছে বাংলায়। একদিকে ভয়, দুশ্চিন্তা আর সাধারণ মানুষের আতঙ্ক—অন্যদিকে তৃণমূল-বিজেপির তীব্র রাজনৈতিক লড়াই। প্রশ্ন আরও ঘনীভূত—এসআইআর চলবে, না মানুষের মৃত্যু ঘিরে আরও বিস্ফোরক হবে রাজ্য রাজনীতি?