এখন রাজ্যে জঙ্গলরাজ চলছে! তীব্র প্রতিক্রিয়া বিজেপি নেতার

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, এখানে সৎ লোকের কোনও জায়গা নেই। যাঁরা চোর ধরতে যান, তাঁদের বিরুদ্ধে এখানে FIR করা হয়। সমস্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
rahul sinha.jpg

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সন্দেশখালিতে ইডি তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েন।  ইডির তিন আধিরারিক গুরুতর জখম হন। এখনও পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেননি। অন্যদিকে, ইডির বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "এটা সমাজ বিরোধীদের রাজ্য। চোর লুঠেরাদের রাজ্য। এখানে ভালো লোক বা সৎ লোকের কোনও মর্যাদা নেই। সেই কারণে চোর ধরতে যাঁরা যান, তাঁদের বিরুদ্ধে FIR হয়। যারা হামলা করল, সেই চোরের দলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হল না। এই অবস্থা থেকে বোঝা যায়, এই রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। এই রাজ্যে অনুশাসন বলে কিছু নেই।  রাজ্যটা সম্পূর্ণ একটা ধ্বংসাত্মক জায়গায় এসে পৌঁচেছে। আমরা এর তীব্র নিন্দা করছি। সমস্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এর বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। "