শ্রমিক শোষণ! নেই বেতন! ব্যাপক বিক্ষোভ

পুজো চলে এল। এদিকে মেলেনি বেতন। ব্যাপক বিক্ষোভ শিল্পাঞ্চলে। কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি ইসিএল শ্রমিকদের।

author-image
Pallabi Sanyal
New Update
ddddd

হরি ঘোষ, অন্ডাল : পুজোর মুখে মেলেনি ইসিএল কর্মীদের বেতন।  প্রতিবাদে বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি কোলিয়ারীর সমস্ত শ্রমিক সংগঠনগুলির। সমস্যা না মিটলে লাগাতার কাজ বন্ধের হুমকি।

সোমবার অন্ডাল,পাণ্ডবেশ্বরের ইসিএলের বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজারের প্রধান কার্য্যালয়ের সামনে এরিয়ার প্রায় সমস্ত শ্রমিক সংগঠন একত্রিত হয়ে ইসিএল ম্যানেজমেন্টের বিরুদ্ধে শ্রমিক শোষণের প্রতিবাদে আন্দোলনে নামলেন। এই আন্দোলনে অংশ নেয় CITU, CMC HMS, INTTUC, INTUC । শ্রমিক সংগঠন CMC HMS এর জয়েন্ট জেনারল সেক্রেটারি প্রফুল্ল চ্যাটার্জি জানান, ''কয়লা শিল্প জাতীয়করণের পর এই প্রথম ইসিএল কর্মীদের বেতন দিতে দেরি হল। পুজোর মুখে ইসিএল কর্মীরা তাদের ন্যায্য বকেয়া বেতন না পাওয়ায় সমস্যায় পড়েছেন। শ্রমিক সংগঠনের দাবি, ইসিএল ম্যানাজমেন্ট অন্যায় ভাবে আটকে রেখেছে কর্মীদের বেতন। এছাড়াও এমডিও প্রক্রিয়ায় যেভাবে সচল কয়লা খনিকে বেসরকারি করণের দিকে ঠেলে দিচ্ছে কর্তৃপক্ষ যাক ফলে আগামীদিনে কয়লা অঞ্চলের এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে।'' তিনি বলেন, অতি শীঘ্রই খনি কর্মীদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবে কয়লা খনির সমস্ত শ্রমিক সংগঠন। এ ছাড়াও এই বিষয় নিয়ে চলতি মাসের ১২,১৩,১৪ তারিখ কোলিয়ারি বন্ধের ডাক দেওয়া হয়েছে। 

 

hiring.jpg