পরিবহন বন্ধ করে বিক্ষোভ!

কারা দেখান বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-28 at 19.42.37

ফাইল ছবি

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: রবিবার সকালে পাণ্ডবেশ্বরের কুমারডিহি বি কোলিয়ারির জোয়ালভাঙ্গা ওসিপিতে পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, স্থানীয়দের পরিবর্তে এখানে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। গ্রামের বাসিন্দা সুমিত মুখার্জি, সুকুমার মণ্ডল প্রমুখ জানান, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড একটি বেসরকারি সংস্থাকে কয়লা খননের জন্য অর্ডার দিয়েছে এবং সেই সংস্থাটি এই এলাকায় কাজ করছে। তিনি বলেন যে এই এলাকার মানুষ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে জমি দিয়েছে এবং এলাকায় দূষণ ছড়িয়ে পড়ছে ও ভূগর্ভস্থ জলের স্তরও কমে যাচ্ছে। কয়লা খনির কারণে স্থানীয় মানুষ সমস্যার সম্মুখীন হবে। যেখানে কেরিয়ারের প্রশ্ন সেখানে স্থানীয় লোকেদের বঞ্চিত করা হচ্ছে। যদিও এলাকা থেকে ২৮ থেকে ৩০ জন বেকার যুবককে ঠিকা শ্রমিকের কাজ দেওয়া হয়েছে কোলিয়ারিতে তবে তাদের অভিযোগ কোলিয়ারির ব্যবস্থাপনা কর্মকর্তা বারবার তাদের অন্যত্র স্থানান্তরের হুমকি দিচ্ছে। গ্রামের মানুষের প্রশ্ন, যেখানে বাইরে থেকে কর্মীদের এখানে কাজের জন্য নিয়ে আসা হচ্ছে সেখানে এখানকার স্থানীয় যুবকরা, কাজ কেন পাবে না? কেন চাকরি পাওয়া যুবকদের অন্যত্র সরানোর কথা বলা হচ্ছে? এই বিষয়ে কোলিয়ারির ব্যবস্থাপনা কর্মকর্তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপ এবং আশ্বাসের পর স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে।

mobpro