New Update
/anm-bengali/media/media_files/2025/06/15/HKlSZeEKA7NaCgS5hg9h.png)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল রাষ্ট্রায়ত্তর ইন্ডিয়ান ব্যাংকের সম্পত্তি মেলা। উদ্বোধন করলেন জোনাল হেড অনির্বাণ দত্ত, ডেপুটি জোনাল হেড নীলেশ কুমার, দুর্গাপুরের এজিএম তন্ময় দে সরকার।
/anm-bengali/media/post_attachments/74b4e84e-73c.png)
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলার ৪২ জন মালিক ব্যাংকের কাছ থেকে গৃহঋণ নিয়ে সময়ে শোধ না করার জন্য ৪২ টি সম্পত্তি ব্যাংক দখল করেছিল। এই সম্পত্তিগুলি নিয়ে এই মেলাটি হয়। এই সম্পত্তিগুলি এই মেলা থেকে বিক্রি করা হচ্ছে। ব্যাংক ঋণ নিয়েও এই সম্পত্তিগুলি কেনা যাবে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us