নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পশ্চিমবঙ্গে ঝটিকা সফরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের ঠিক একদিন আগেই রাজ্যে পা রাখতে চলেছেন তিনি। আগামী ২৯ মে দুপুর ১২টায় আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে রয়েছে প্রধানমন্ত্রীর একটি সরকারি কর্মসূচি এবং একটি জনসভা।
এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে কারণ ‘অপারেশন সিঁদুর’-এর পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বঙ্গ সফর। তার কর্মসূচি স্থান নির্বাচিত হয়েছে হাসিমারা বায়ুসেনা ঘাঁটির কাছেই, অর্থাৎ ডোকলামের ঠিক নীচে। এই ভৌগোলিক অবস্থান ঘিরেই বাড়ছে রাজনৈতিক ও কূটনৈতিক জল্পনা।
বর্তমানে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চিকেনস নেক করিডোর ও উত্তর-পূর্ব ভারতের সংযোগস্থল সেভেন সিস্টার্স অঞ্চল। পাশাপাশি, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনও এই সফরের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। তাই এমন স্পর্শকাতর সময়ে মোদীর এই সফর এবং লোকেশন বেছে নেওয়া যথেষ্ট কৌশলী এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us