BREAKING : আমরা ভারতের সঙ্গে আছি, সারা জীবন এই মাটিতেই থাকব ! সীমান্ত উত্তেজনার মাঝেই বড় মন্তব্য করলেন সীমান্তের মুসলিম গ্রামবাসীরা
পাক সামরিক ঘাঁটির পাশে জঙ্গিদের লঞ্চপ্যাড! ভারতে জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্যের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে
BREAKING : জাতির ভিত্তিতে লোক নিয়োগ করেছিলেন অখিলেশ ! বিস্ফোরক অভিযোগ করলেন ও.পি. রাজভর
BREAKING : বন্ধ হয়ে গেছে ‘লাডলি বহিন’ প্রকল্প ! দেবেন্দ্র ফড়নবীশকে দুষলেন সঞ্জয় রাউত
পাকিস্তানের বড় ধরনের ষড়যন্ত্র ফাঁস! পাক গুপ্তচরদের সঙ্গে কেন যোগাযোগ কেন্দ্রীয় জেলে বন্দি আসামীর
BREAKING : অসমের শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনে ৮টি কেন্দ্রে পুনঃনির্বাচন ! দেখুন বড় খবর
সুমিত্রা সাহু: সাধারণ গৃহবধূর এগিয়ে চলার লড়াই
BREAKING : বড়বাজার অগ্নিকাণ্ডের জের ! ৮৩টি রুফটপ রেস্টুরেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা
পহেলগাঁও হামলার ১৩ দিন পার! কোন পথে এগোচ্ছে NIA-এর তদন্ত

মালদার পর মুর্শিদাবাদ! তৃণমূল নেতাকে খুনের হুমকি দিয়ে পড়ল পোস্টার

ফের হুমকির মুখে তৃণমূল নেতা। হুমকি দিয়ে পোস্টার পড়ল তৃণমূল নেতার বাড়ির সামনে।

author-image
Tamalika Chakraborty
New Update
TMC Leader 11

নিজস্ব সংবাদদাতা:  ফের হুমকির মুখে তৃণমূল নেতা।  হুমকি দিয়ে পোস্টার পড়ল তৃণমূল নেতার বাড়ির সামনে। তৃণমূল নেতার ছবি। লাল রঙ দিয়ে সেই ছবি কেটে দেওয়া হয়েছে। তলায় লেখা ‘মৃত্যুর পর আল্লাহর কাছে প্রত্যাবর্তন’। নীচে ছোট প্যাকেট সেখানে রয়েছে রক্তাক্ত বুলেট।  মালদায় তৃণমূল নেতাকে খুনের পরের দিনই মুর্শিদাবাদে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল তৃণমূল নেতার বিরুদ্ধে। 

মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারি গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্য মণিরুল ইসলামের নামে হুমকি পোস্টার পড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পাওয়া গেছে গুলির খোলা, কিছু ওষুধ, এবং পোস্টারের সঙ্গে মণিরুলের ছবি। সম্প্রতি এলাকায় এক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হওয়ার পরে এই ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

মণিরুল ইসলাম জানান, “সকালবেলায় কালো কাপড়ে জড়ানো অবস্থায় গুলি, গুলির মেশিন, আমার ছবি এবং মুসলিম ধর্মের প্রয়োজনীয় কিছু সামগ্রী রেখে দেওয়া হয়েছে। পোস্টারে স্পষ্ট লেখা, ‘এটাই শেষ সুযোগ’। বিষয়টি নওদা থানার ওসিকে জানিয়েছি, পুলিশ তদন্ত করছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পোস্টারের উৎস এবং গুলির খোলার প্রকৃতি পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি, সম্প্রতি গ্রেফতার হওয়া জঙ্গির ঘটনার সঙ্গে এই হুমকির কোনো যোগসূত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে মনে করছেন, এটি ব্যক্তিগত শত্রুতা থেকে হতে পারে, আবার জঙ্গি কার্যকলাপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পুলিশ ও প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে। তবে, এই ঘটনার জেরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বাড়ছে।