রাস্তা বন্ধ করে টাকা তোলা, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সামনে পোস্টার!

তোলপাড় দুর্গাপুর।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-01 at 2.00.42 PM

হরি ঘোষ, দুর্গাপুর: রাস্তা বন্ধ করে টাকা তুলছে 'তৃণমূলের পাড়ার' নেতারা, এমনই পোস্টার পড়ল 'আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প'- এর সামনে। এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি, কটাক্ষে বিজেপি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, সাফাই তৃণমূলের। 

দুর্গাপুর নগর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের  তামলা এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সামনে সাঁটানো সেই পোস্টারে লেখা, "ভিড়িঙ্গি থেকে তামলা পর্যন্ত ডিপোর কাঁচরা দিয়ে কাঁচা রাস্তা আছে। সেই রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শ্রমিক, স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। অথচ সেই রাস্তা আটকে দিয়ে গাড়ি পিছু টাকা তোলা হচ্ছে'। এমনকি মানিক রুইদাস, শংকর রায় এবং ভিকি শর্মার নামও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পোস্টারে। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কর্মী শঙ্কর রায়ের দাবি, “আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা। প্রমাণ করে দেখাক আমি টাকা তুলেছি। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো বিভ্রান্তি"। তবে বিজেপি পাল্টা আক্রমণে সরাসরি তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "এই সরকার যেদিন বিদায় হবে সেদিন আমাদের পাড়া আমাদের সমাধান কার্যকর হবে। কাটমানি নেওয়া হচ্ছে, মানুষ তার যোগ্য জবাব দিচ্ছে'। প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারী বলেন, "এই রাস্তা নির্মাণের জন্য কয়েক বছর আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে আবেদন করা হয়েছিল। রাস্তাটি যেহেতু দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সেই জন্য তাদের অনুমতি ছাড়া রাস্তা করা যাবে না। কিন্তু যে অভিযোগ উঠেছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে"। এদিকে কেন্দ্রীয় সরকারের গাফিলতির জন্য কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ রাস্তাগুলির অবস্থা বেহাল বলে কটাক্ষ করেছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

WhatsApp Image 2025-09-01 at 2.00.48 PM