New Update
/anm-bengali/media/media_files/u64yF55CBMgP1lTiBDEJ.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গোয়ালপোখর ১ নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজন করা হয় পরিবেশ বিষয়ক ওয়ার্কশপ এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠানের। এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানি, পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র সহ আরও বিশিষ্ট জনেরা। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যান রুদ্র মডেল প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্কুলের নাম ঘোষণা করেন। স্কুলের পড়ুয়ারা রাজ্যের মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। পর্ষদের চেয়ারম্যান কল্যান রুদ্র বলেন, এই ধরনের মডেল প্রদর্শনীর অনুষ্ঠানে যেভাবে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন, তাতে তিনি আপ্লুত।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us