ঠিকানা হারানো মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে ঘরে ফেরালো পুলিশ

কুলটির লালবাজার এলাকার এক মানসিক ভারসাম‍্যহীন বৃদ্ধা মহিলা গত দুদিন আগে ঘর থেকে বেরিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন।ওই মানসিক ভারসাম‍্যহীন মহিলাকে দেখতে পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিক শীতল নাগ নিজ উদ‍্যোগে মহিলাকে ফাঁড়িতে নিয়ে যান।

author-image
Pallabi Sanyal
New Update
কুলটির চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ

কুলটির চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কুলটি : আবারো কুলটির চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের মানবিক মুখ। শনিবার তীব্র দাবদাহে যখন গোটা রাজ‍্যের সাথে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাও পুড়ছে দাবদাহে, সেই সময় কুলটির লালবাজার এলাকার এক মানসিক ভারসাম‍্যহীন বৃদ্ধা মহিলা গত দুদিন আগে ঘর থেকে বেরিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন। শনিবার ওই বৃদ্ধা মহিলাকে চৌরঙ্গী ফাঁড়ির লাগোয়া অঞ্চলে ঘুরে বেড়াতে দেখা যায়। ওই মানসিক ভারসাম‍্যহীন মহিলাকে দেখতে পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিক শীতল নাগ নিজ উদ‍্যোগে মহিলাকে ফাঁড়িতে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক পর্যায়ে সুস্থতার জন‍্যে পর্যাপ্ত আহার ও পানীয় জলের ব‍্যবস্থা করা হয়। পরবর্তী ক্ষেত্রে মহিলার পরিধানের কাপড় জীর্ণ হয়ে যাওয়ায় তার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এরপর ওই মহিলার আবাস স্থলের সন্ধান করে পুলিশ জানতে পারে মহিলা কুলটির লালবাজার অঞ্চলের ঘাঁটিগলি মল্লিক পাড়ার বাসিন্দা। সেইমত ওই মহিলার পরিবারের সদস‍্যদের খবর দেওয়া হয় ও বাড়িতে পৌঁছে দেওয়া হয়।বৃদ্ধা মহিলার নাম আশা মল্লিক।