/anm-bengali/media/media_files/2025/08/01/whatsapp-2025-08-01-18-33-25.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গত কয়েক মাসে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা ছিল কয়েক শত। সেইসব ফোনের একটা বড় অংশ উদ্ধার করে এবার তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিল মুর্শিদাবাদ জেলা পুলিশ। ‘অপারেশন প্রয়াস’ নামের এই বিশেষ অভিযানে গত তিন-চার মাসে মোট ৫২০টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে মালিকদের।
বহরমপুর থানা এলাকায় চুরি বা হারানোর অভিযোগের ভিত্তিতে এই উদ্ধারকাজ শুরু হয়। সেইসব ফোনগুলিকে সনাক্ত করার পর শুক্রবার বহরমপুর জেলা পুলিশ কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলি তুলে দেওয়া হয় তাদের আসল মালিকদের হাতে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/murshidabad-police-station-2025-08-01-15-40-12.jpg)
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, শুধুমাত্র বহরমপুর নয়, জেলার অন্যান্য থানা এলাকাতেও একইসঙ্গে এই ধরনের অনুষ্ঠান চলছে। তিনি বলেন, “গত কয়েক মাসে ৭০০-৮০০ মোবাইল নিখোঁজের অভিযোগ আমাদের কাছে এসেছে। তার মধ্যে আজ ৫২০টি ফোন উদ্ধার করে ফেরত দেওয়া গেল। বাকিগুলিও দ্রুত উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হবে।”
তিনি আরও জানান, মোবাইল ফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং তা মানুষের স্মৃতি, তথ্য ও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ফোনগুলোর পুনরুদ্ধার শুধুমাত্র প্রযুক্তিগত সাফল্য নয়, এক মানবিক উদ্যোগও বটে।
উল্লেখ্য, এর আগেও মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রায় ৫০০টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছিল তাদের মালিকদের হাতে। ফলে চলতি বছরে জেলায় মোট এক হাজারেরও বেশি মানুষ তাঁদের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলেন পুলিশি তৎপরতায়।
এই ঘটনা প্রমাণ করল, প্রযুক্তি যখন মানবিক স্পর্শের সঙ্গে মিলে কাজ করে, তখন ‘হারিয়ে যাওয়া’ শব্দটার কোনও মানে থাকে না। পুলিশের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে নতুন আস্থা জাগায়, এবং মনে করিয়ে দেয়—হারানো জিনিসও ফিরে আসে, যদি পাশে থাকে সৎ প্রচেষ্টা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us