New Update
/anm-bengali/media/media_files/qisKr1p8HxuzERznYh9i.jpg)
কয়লা মাফিয়া নারায়ণ খারকের দুর্গাপুরের সিটিসেন্টারের অফিসে পুলিশ
হরি ঘোষ, দুর্গাপুর : রাজু ঝা খুনের ঘটনায় এক কয়লা মাফিয়া নারায়ণ খারকের দুর্গাপুরের সিটিসেন্টারের অফিসে পুলিশ অভিযান চালালো। রাজু ঝা হত্যা মামলায় তদন্তকারী সিটের পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। প্রায় ১০ গাড়ি পুলিশ নারায়ণ খারকার অফিস ঘেড়াও করে রাখে। যদিও অফিসে কেউ নেই বলে অফিসের প্রবেশের সমস্ত পথই সিল করে দেয় তদন্তকারীরা।
উল্লেখ্য, শক্তিগড়ে রাজু ঝা খুনের ঘটনার ১৯ দিনের মাথায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ মন্ডল। সে কয়লা মাফিয়া নারায়ণ খারকার গাড়ির চালক বলে পরিচিত। তাকে সিটিসেন্টারের নারায়ণ খারকার এই অফিস থেকে মঙ্গলবার গ্রেপ্তার করে সিট। এদিনও ফের তদন্তে আসে বিশাল পুলিশ বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us