গাঁজা পাচারের ছক বানচাল পুলিশের

গাঁজা পাচারের ছক বানচাল করল পুলিশ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-06 2.19.36 PM

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্য থেকে এরাজ্যে গাঁজা পাচারের ছক। সেই ছক ভেস্তে দিল পুলিশ। দুর্গাপুর স্টেশন থেকে নামতেই ধরে ফেললো পুলিশ। গ্রেফতার ৪ প্রৌঢ়া সহ ১ যুবক। বাজেয়াপ্ত ৩৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের নাম আনন্দ চট্টোপাধ্যায়, দেবী দাস, সনাকা দাস, ঊষা মন্ডল, মিনতি ঘোষ। ধৃতরা সকলেই নদীয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ৪ প্রৌঢ়া এবং ১ যুবক উড়িষ্যা থেকে ট্রেনে করে ঝাড়খন্ড হয়ে বাংলায় ঢুকেছিল। দুর্গাপুর স্টেশনে নেমেছিল। তারপর দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বাসে করে বর্ধমান যাওয়ার কথা ছিল। সেখানেই গাঁজা পাচারের ছক ছিল। পুলিশের চোখে ধুলো দিতে স্কুল ব্যাগে করে আনছিল গাঁজা।

দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়। তারপরেই দুর্গাপুর বাসস্ট্যান্ডে সাদা পোশাকে ওঁত পেতে বসে পুলিশ। গাঁজা ভর্তি ব্যাগ সমেত দুর্গাপুর স্টেশন থেকে বের হতেই তাদের পাকড়াও করে পুলিশ। স্কুল ব্যাগ খুলতেই দেখা যায় রয়েছে গাঁজা। ধৃতদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কোক ওভেন থানায়। ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রবিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কোক ওভেন থানার পুলিশ।