দাউ দাউ করে জ্বলছে গাড়ি, অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

মুর্শিদাবাদে দুই গ্রামের মধ্যে অশান্তি শুরু হয়। সেই অশান্তি থামাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। গ্রামবাসীরা পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেয়।

New Update
aaaaaaa

নিজস্ব সংবাদদাতা: অশান্তি থামাতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরে  দুই গ্রামের মধ্যে বিবাদ থামাতে গেলে বাধার মুখে পড়ে পুলিশ। গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয়। গ্রামবাসীদের হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলডাঙার এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান। রবিবার রাতে ঘটনাটি ঘটে। ঘটনায় বেলডাঙা পুলিশ স্বতঃপ্রণেদিত মামলা রজু করেছে।