বাংলাদেশগামী মাদকচক্র ভাঙল লালগোলায়, পুলিশের জালে ২ কারবারি

বাংলাদেশে পাচারের আগে মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
Cover 57

নিজস্ব সংবাদদতা:  বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ হেরোইনসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ। শনিবার রাতে দেওয়ান সরাই গ্রাম সংলগ্ন একটি ইটভাটার কাছে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ২৮৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

drug smuggler

ধৃত দুইজনের নাম তোহিদুর রহমান (২৭) ও আবু হেনা (৩১)। দু’জনের বাড়ি লালগোলা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্কুটি চালিয়ে তারা লস্করপুর গ্রাম থেকে দেওয়ান সরাইয়ের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই হেরোইন বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল তাদের। ধৃতদের রবিবার আদালতে তোলা হয় এবং পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। এই চক্রে আরও কারা জড়িত আছে, তা খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ।