পুলিশের তৎপরতায় ভয়ঙ্কর ডাকাতি চক্রের ছক ধ্বংস, গ্রেপ্তার সাত ডাকাত

এগরা থানার পুলিশ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-09-26 at 5.05.53 PM


নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ ভিন জেলা ও ভিন রাজ্য থেকে আসা ৭ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত সামগ্রীতে রয়েছে কিছু অস্ত্র এবং তালা ও দরজা ভাঙার সরঞ্জাম।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ডাকাত দলটি কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় সক্রিয় ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে পানিপারুলের কমিউনিটি হল সংলগ্ন এলাকায় ডাকাত দলের ডেরায় হানা দেয় এগরা থানার পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

arrested 123

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই ডাকাত দলটি পানিপারুল পেট্রোল পাম্পে ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সরঞ্জাম ও অস্ত্র ভবিষ্যতে অন্য কোনও অপরাধে ব্যবহারের আশঙ্কা রয়েছে।