দুর্ঘটনার পর রেল আধিকারিকরা আমাদের সঙ্গে.... যাত্রীর বয়ানে হতবাক দেশ

রেলআধিকারিক দুর্ঘটনার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন তা জানালেন এক ভুক্তভোগী।

author-image
Tamalika Chakraborty
New Update
 rail accident 123.JPG


নিজস্ব সংবাদদাতা: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী অনামিকা দেবগুপ্তা বলেছেন, "যা কিছু ঘটেছে তা খুবই ভুল ছিল। দুর্ঘটনার পর রেলের আধিকারিকরা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। তাঁরা আমাদের জল, দুপুরের খাবার এমনকী রাতের খাবারের ব্যবস্থা করেছেন।"

kanchanacci

 tamacha4.jpeg