দরজা বন্ধ করে মরণফাঁদ, চোখের সামনে খুনের দৃশ্য দেখল নেশামুক্তি কেন্দ্রের আবাসিকরা

নেশা মুক্তি কেন্দ্রের মালিককে খুন উত্তরপাড়ায়।

author-image
Tamalika Chakraborty
New Update
dead


নিজস্ব সংবাদদাতা: হুগলির উত্তরপাড়ায় ঘটল রোমহর্ষক খুন। স্থানীয় শান্তিনগর এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করা হল কেন্দ্রের কর্ণধার মদন রানাকে। অভিযুক্ত দুই আবাসিক এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছে বলে অভিযোগ। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

“টাইম টু চেঞ্জ” নামে ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক ছিলেন মদন রানা। জানা গিয়েছে, তাঁর স্ত্রী স্থানীয় ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হলেও তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুক্রবার ভোরে প্রার্থনা শেষে সব আবাসিক একটি ঘরে থাকাকালীন বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুই আবাসিক। এরপর রান্নাঘর থেকে শিলনোড়া এনে মদন রানার মাথায় আঘাত করে। অন্য এক আবাসিককে মারধরও করা হয়।

অন্য আবাসিকরা দরজা ভেঙে বেরিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মদন রানাকে উদ্ধার করেন। তাঁকে দ্রুত উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

জানা গিয়েছে, অভিযুক্তরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিলেন। কিন্তু মদন রানা তাঁদের অনুমতি দেননি। তা নিয়েই বচসা বাঁধে। ক্ষোভে ভোররাতে পরিকল্পনা করে খুনের ঘটনাটি ঘটায় বলে মনে করছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম-বেলঘরিয়া এলাকায়।

উল্লেখ্য, মদন রানার বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছিল এবং তিনি গ্রেফতারও হয়েছিলেন। নিজেও নেশাগ্রস্ত ছিলেন তিনি। প্রায় পাঁচ বছর আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে এই নেশামুক্তি কেন্দ্র খোলেন মদন। বর্তমানে প্রায় কুড়ি জন আবাসিক সেখানে থাকতেন।

ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে তৎপর হয়েছে।