/anm-bengali/media/media_files/2025/06/20/cover-20-2025-06-20-21-55-56.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের সুতি থানা পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার এক অস্ত্রকারবারিকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আরিফ ইকবাল, যার বাড়ি মালদা জেলার কুখ্যাত কালিয়াচক এলাকায়।
ঘটনাটি ঘটেছে সুতি রাজ্য সড়কের ধারে মধুপুর সিনেমা হলের সামনে। সেখান থেকেই অস্ত্র ও কার্তুজ সহ ধরা পড়ে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আরিফের কাছ থেকে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম ক্যালিবারের পিস্তল উদ্ধার হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ১৭ ইঞ্চি। সেইসঙ্গে উদ্ধার হয়েছে পাঁচ রাউন্ড গুলি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
বৃহস্পতিবার সুতি থানায় এক সাংবাদিক বৈঠকে এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন ফারাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন। তিনি জানান, ধৃত আরিফ ইকবাল বিহারের মুংগের থেকে এই অস্ত্র নিয়ে সুতিতে এসে বিক্রির উদ্দেশ্যে মধুপুরের সিনেমা হলের কাছে ঘোরাফেরা করছিল। সেইসময়ই পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এবং আরিফকে হাতেনাতে পাকড়াও করে।
ধৃতকে জেরা করে আরও কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ। সুতি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন জানিয়ে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, আন্তঃরাজ্য অস্ত্র চক্রের সঙ্গে যুক্ত এই আরিফ এবং আরও কেউ কেউ এই এলাকায় সক্রিয় থাকতে পারে। পুরো চক্রটিকে ধরার জন্য তদন্ত চলছে।
এদিকে এলাকাবাসীর মধ্যে এই ঘটনার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে এমন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এক দুষ্কৃতি—এতে আতঙ্কিত সাধারণ মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us