ধামতোড়ে বিপুল গাঁজা উদ্ধার! কলকাতা ঢোকার আগেই পুলিশের হাতে ধরা ৪ পাচারকারী

ধামতোড়ে পুলিশের গোপন অভিযানে উদ্ধার এক কুইন্টাল গাঁজা।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-07-04 at 2.20.10 PM


নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশাল সাফল্য পুলিশের! পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার পুলিশ ও এসটিএফ-এর যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ১ কুইন্টাল গাঁজা। এই ঘটনায় গ্রেফতার হয়েছে চারজন অভিযুক্ত। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধামতোড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে গোপন সূত্রে এসটিএফ-এর হাতে আসে গাঁজা পাচারের খবর। এরপর ডেবরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় ১৬ নম্বর জাতীয় সড়কে ধামতোড়ের কাছে। অভিযানের সময় দুটি গাড়ি আটক করা হয়, এবং সেই গাড়িগুলোর ভেতর থেকে মেলে প্রায় এক কুইন্টাল গাঁজা।

Bangladeshi Arrested

উড়িষ্যা থেকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ এই মাদক। কিন্তু ধামতোড় পৌঁছতেই পুলিশ তাদের ফাঁদে ফেলে। গ্রেফতার করা হয় পাচারচক্রের চার সদস্যকে। শুক্রবার দুপুরে ধৃতদের মেদিনীপুর আদালতে পেশ করা হয়। রিমান্ডের আবেদন জানাবে পুলিশ, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

এত বড় পরিমাণ গাঁজা উদ্ধারে খুশি জেলা পুলিশ প্রশাসন। তবে এতবড় পাচারচক্রের পিছনে আর কারা আছে, তা জানতেই জোরদার তদন্তে নেমেছে এসটিএফ ও স্থানীয় পুলিশ।