/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভয়াবহ বিপর্যয়। ২০০ বছরের পুরনো একটি বাড়ি আচমকা ভেঙে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। মৃতের নাম দেবকুমার শ্রীমানী, বয়স ৬০ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই পুরনো বাড়িটি। collapse-এর সময় দেবকুমারবাবু ওই বাড়ির একটি ঘরে ছিলেন। সেই ঘরটিই ধসে পড়া ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়। চিৎকার শুনে পরিবার ও প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বাড়িটি বহু বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বারবার পৌরসভার নজরে আনা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
এই দুর্ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুরনো ও বিপজ্জনক বাড়িগুলোর অবস্থা পুনর্মূল্যায়ন ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us