/anm-bengali/media/media_files/2025/06/01/4WzlNfutes5F5ECjJ8Qd.jpg)
নিজস্ব সংবাদাতা: কালীগঞ্জের মোলান্ডি গ্রামের নাবালিকা খুনের ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আবুল কাসেম শেখ। তাকে আজ, মঙ্গলবার, কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এর ফলে এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত বলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। তবে এখনও পর্যন্ত অধরা রয়েছে আরও ১৪ জন অভিযুক্ত।
গত ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের পর, তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল ঘিরে শুরু হয় উত্তেজনা। সেই মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারায় এক নিরপরাধ নাবালিকা। মাত্র ১৩ বছর বয়সের সেই কন্যা, যার জীবনের শুরুতেই থেমে গেল পথ চলা।
পরদিন, ২৪ জুন, মেয়েটির শোকার্ত পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে FIR করা হয়। এরপরই শুরু হয় পুলিশি তৎপরতা। একে একে গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি।
এই ঘটনায় এলাকায় শোক এবং ক্ষোভের আবহ। একটি ছোট্ট প্রাণ হারাল রাজনৈতিক হিংসার বলি হয়ে। প্রশ্ন উঠছে—ভোটের নামে এই কী ‘উৎসব’? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। তৃণমূল কংগ্রেস যদিও এই ঘটনায় সরাসরি হাত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
তবে রাজ্যজুড়ে ফের আলোচনার কেন্দ্রে কালীগঞ্জের এই ভয়াবহ ঘটনা। যে বিজয়ের আনন্দে ফেটে পড়েছিল জনতা, সেই আনন্দই এক পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে। রাজনীতির শিকার হয়ে প্রাণ গেল এক নিষ্পাপ কিশোরীর।
এখন গোটা রাজ্য অপেক্ষায়—কবে ধরা পড়বে বাকি ১৪ অভিযুক্ত? কবে শেষ হবে ন্যায়বিচারের অপেক্ষা? এই প্রশ্নগুলির উত্তর দিতেই হবে প্রশাসনকে। না হলে ফের কোনও উৎসব হয়ে উঠবে অশ্রু, রক্ত আর শোকের উৎস।