দুর্গাপুরে বালির ট্রাকের ধাক্কায় যুবকের করুণ মৃত্যু—ক্ষোভে বিস্ফোরণ গ্রামে!

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় বলি এক।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-08 at 5.01.36 PM

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে দুর্গাপুরের কাঁকসার সিলামপুর কাটাবাগান এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা, যা মুহূর্তে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিল গোটা গ্রামজুড়ে। সাইকেলে চেপে বাজার যাচ্ছিলেন ২৫ বছরের তরতাজা যুবক কৃষ্ণ বাউরী। হঠাৎই পিছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ওভারলোড বালির ট্রাক ধাক্কা মারে তাঁকে। সেকেন্ডের মধ্যেই প্রাণ চলে যায় কৃষ্ণর—রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে রাস্তার ওপর।

dead

দৃশ্যটি চোখের সামনে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মুহূর্তেই ঘিরে ফেলা হয় বালির ট্রাক, চলে ব্যাপক ভাঙচুর। গ্রামবাসীদের দাবি—প্রতিদিন এই রাস্তায় শত শত ওভারলোড বালির ট্রাক ছুটে চলে, যার ফলে দুর্ঘটনা প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, প্রশাসনের উদাসীনতা আর ট্রাকচালকদের বেপরোয়া গাড়ি চালানো—সব মিলে সাধারণ মানুষ প্রতিদিন জীবন হাতে নিয়ে পথে বেরোচ্ছে।

ঘটনার খবর পেয়ে কয়েক ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, ক্ষুব্ধ জনতার তাড়া খেয়ে পিছু হটতে হয় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাসের একাধিক সেল ফাটায়। কিন্তু তাতেও থামেনি জনতার ক্ষোভ। কৃষ্ণ বাউরীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম, আর প্রশাসনের কাছে তাদের একটাই প্রশ্ন—আর কত প্রাণ গেলে রাস্তায় ফিরবে নিরাপত্তা?