/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
নিজস্ব সংবাদদাতা: হাওড়ার গোলাবাড়িতে এক বৃদ্ধের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে তাঁর পূর্বপরিচিত কেউ থাকতে পারে। নিহত বৃদ্ধের নাম অসীম দে, বয়স ৬৪ বছর। বৃহস্পতিবার সালকিয়ার একটি আবাসন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। তদন্তে নেমে তারা সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে, যেখানে ঘটনার আগে ও পরে সন্দেহজনক গতিবিধি স্পষ্ট দেখা যাচ্ছে। ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খাবার নিয়ে ফ্ল্যাটে ঢুকেছেন অসীম দে। তাঁর হাতে ছিল একটি কালো ব্যাগ। কিছুক্ষণ পরেই আরেকজন ব্যক্তি লাল ব্যাগ ও একটি সাদা প্লাস্টিক নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন। ঘণ্টা দু’য়েক পর ওই ব্যক্তি বেরিয়ে আসেন, তবে তখন তাঁর হাতে ছিল কেবল কালো ব্যাগ। এই গোটা ঘটনাই ধরা পড়েছে আবাসনের ক্যামেরায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
ঘটনার পর অসীম দে-র বাড়ি থেকে খোয়া গেছে তাঁর চারটি সোনার আংটি এবং একটি মোবাইল ফোন। ফলে পুলিশের একাংশের ধারণা, এটি হয়তো লুঠের উদ্দেশ্যেই খুন। তবে অন্য কোনও কারণও থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা দাবি করেছেন, ফুটেজে দেখা ব্যক্তিকে তারা আগে কখনও দেখেননি।
রবিবার ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে খুন নিশ্চিত হলেও এখনও পর্যন্ত খুনির পরিচয় নিশ্চিত নয়। তদন্তকারীরা মনে করছেন, এই ব্যক্তি মৃতের পূর্বপরিচিত হতে পারেন, কারণ সিসিটিভি ফুটেজে তাঁকে খুব সহজেই ফ্ল্যাটে ঢুকতে দেখা গেছে।
এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে, একাকী বসবাসকারী প্রবীণরা কি দুষ্কৃতীদের সহজ টার্গেট হয়ে উঠছেন? নিউ গড়িয়ার বৃদ্ধা হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই গোলাবাড়িতে অসীম দে-র এই হত্যাকাণ্ড নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us