হরি ঘোষ, দুর্গাপুর: গেট ভেঙে বেপরোয়া চারচাকা ঢুকলো নার্সারিতে। কাক ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্গাপুরের হোস্টেল অ্যাভিনিউতে। সূর্যের আলো ফুটতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ছুটে এলো দুর্গাপুর থানার পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার ভোরে দুর্গাপুর থানার লালা লাজপত রায় রোড ধরে প্রচন্ড গতিতে হোস্টেল অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। হোস্টেল অ্যাভিনিউয়ের রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুলের নার্সারির ভেতর ঢুকে যায় গাড়িটি। গতিসম্পন্ন থাকায় গাড়িটি উল্টে যায়। হতাহতের তেমন কোন খবর নেই।
/anm-bengali/media/post_attachments/cceb136a-b26.png)
এই ঘটনা জানাজানি হতেই সকাল থেকে ভিড় জমে যায় এলাকায়। পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়ির চালক বেনাচিতির বাসিন্দা বলেই জানা গেছে। ফুলের নার্সারির মালিক গণেশ পাশওয়ান বলেন, “সকালে খবর পেলাম একটি গাড়ি নার্সারির গেট ভেঙে ঢুকে উল্টে গেছে। হয়তো রোটারির ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের নার্সারিতে ঢুকে গেছে। জানতে পেরেছি কারোর কিছু হয়নি”।