মধ্যমগ্রামে ভয়াবহ ষড়যন্ত্রের ছক! আইইডি বিস্ফোরণে NIA-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

মধ্যমগ্রামে ভয়াবহ আইইডি বিস্ফোরণে NIA-এর হাতে চাঞ্চল্যকর তথ্য।

author-image
Tamalika Chakraborty
New Update
blast

নিজস্ব সংবাদদাতা: মধ্যমগ্রামে মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণ কাঁপালো গোটা এলাকা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আইইডি বিস্ফোরণ হতে পারে। ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম হাইস্কুলের পাশেই। বিস্ফোরণের খবর পেয়ে রাতেই পুলিশ, ফরেনসিক টিম এবং এনআইএ ঘটনাস্থলে পৌঁছায়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে স্প্লিন্টার ও বার্ন মার্ক পরীক্ষা করে জানিয়েছেন, এটি সম্ভবত নিম্নমানের আইইডি বিস্ফোরণ।

dead

এই ঘটনায় উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের মতে, বিস্ফোরণের অভিঘাতে তাঁর দু’হাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, মুখেও গভীর দাগ পড়ে। মনে করা হচ্ছে, ওই যুবকই বিস্ফোরক বহন করছিলেন। তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। জানা গেছে, সচিদানন্দ হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন। বিশেষ কারণে বাংলায় এসেছিলেন, কিন্তু বিষয়টি পরিবারের কাউকে জানাননি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি ফোনে বাবার সঙ্গে কথা বলেন, তবে বাংলায় থাকার কথা জানাননি।

ঘটনাস্থলটি হাইস্কুলের একেবারে সামনেই। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাস পুরোপুরি নিরাপদ এবং আতঙ্কের কিছু নেই। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এদিকে, মন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।