দুর্গাপুরে হতে চলেছে জাতীয়স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা, কি থাকছে চমক জেনে নিন

অনুষ্ঠানটির পোস্টার লঞ্চ ও থিম সং প্রকাশ হল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
m563ws

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী জুলাই মাসে দুর্গাপুরে হতে চলেছে ন্যাশনাল গোল্ডেন আইকন নামক শীর্ষক জাতীয়স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা। জুলাই মাসের ১৩ তারিখ এই প্রতিযোগিতাটির আয়োজন করেছেন দুর্গাপুরের ফ্যাশন সংস্থা লেডি ফাউন্ডেশন। এই উপলক্ষে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে শুক্রবার অনুষ্ঠানটির পোস্টার লঞ্চ ও থিম সং প্রকাশ হল। পোস্টারটি লঞ্চ করলেন লেডি ফাউন্ডেশন এর কর্ণধার তথা ন্যাশনাল গোল্ডেন আইকন ফ্যাশন প্রতিযোতার মূল আয়োজক ড: পারোমি গোস্বামী। 

তিনি জানান, তিনি যেমন নিজে জাতীয় এবং এক আন্তর্জাতিক স্তরে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন, ঠিক পাশাপাশি তার প্রশিক্ষণে বেশ কিছু ছাত্র-ছাত্রীও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিত হয়েছে।

তাই দুর্গাপুরের বুকে এই প্রথমবার একজন আয়োজক হিসেবে তিনি এই সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখনও পর্যন্ত ১০৫ জন বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। শুধুমাত্র বাংলা নয় সুদূর মুম্বই, গুজরাট এবং দিল্লি তথা বিভিন্ন রাজ্যের থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বহু মানুষ। মূলত সাতটি বিভাগে এই প্রতিযোগিতা হবে। শিশুদের ক্ষেত্রেও বিভিন্ন বিভাগ রয়েছে। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ বিচারক তথা অতিথির আসনে থাকবেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা জন ভট্টাচার্য।